সাইফুল, চবি প্রতিনিধি
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার।উপাচার্য তাঁর বক্তব্যে বলেন,এই বিশ্ববিদ্যালয় অনেক জ্ঞানী ব্যক্তিকে আবিষ্কার করেছে। আমাদের আরো পথ পাড়ি দিতে হবে,সবার সম্মিলিত চেষ্টায় আমরা এগিয়ে যাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বেনু কুমার দে।আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ড.মোঃ আবদুল করিম,সাধারণ সম্পাদক মাহবুব আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত )কে এম নুর আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক বেনু কুমার দে বলেন,আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিং এ স্থান না পাওয়ার কারণ হলো আমাদের জার্নাল সমূহ সঠিকভাবে প্রকাশ পায়না।আমাদের জার্নাল সমূহ বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমরা প্রচার করে যাচ্ছি। আমরা আশা করি আমাদের বিশ্ববিদ্যালয় প্রাচ্যের হার্ভার্ড হিসেবে স্বীকৃতি পাবে।
অনুষ্ঠান শুরুর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে র্যালী বের হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র গ্রন্থের বাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।