অপু বিশ্বাস ও শবনম বুবলী, দুজনকেই বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বিচ্ছেদ ও ঘটেছে দুজনের সাথেই। বর্তমানে তিনজনই আলাদা আলাদা জীবনযাপন করছেন।তবে অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটলেও বুবলীর সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটেছে শাকিব খানের।
তবে শাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকা মাঝেমধ্যেই বাদানুবাদে জড়াচ্ছেন। সম্প্রতি বুবলী বলেছিলেন, ‘আইনগতভাবে আমি এখনও শাকিব খানের বৈধ স্ত্রী। আমি শাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি, আমাদের সন্তান অনেক সময় সে সুযোগটাও করে দেয়।’
বিষয়টি নিয়েও কথা বলেছেন অপুও। নাম প্রকাশ না করে বুবলীকে ইঙ্গিত করে অপু বলেন,, ‘শাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি, আবেগে আপ্লুত হচ্ছি। আমি কী বলব, বুঝতে পারছি না। মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে। এসব ব্যাপারে আর কি-ই বা বলব। অতি ভক্তি চোরের লক্ষণ। ওনার ডাক্তার দেখানো উচিত।’