ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। প্রায় সময়ই নিজের নানা কর্মকাণ্ডের জন্য আলোচনায় থাকেন তিনি। তবে ইদানীং দেখা যাচ্ছে খুবই ব্যস্ত সময় পার করছেন তিনি। কখনো সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপন করছেন, আবার কখনো উড়াল দিচ্ছেন বিদেশে। মঞ্চে পারফর্ম করে আনন্দ দিচ্ছেন দর্শকদের। আবার নিজের সিগনেচার স্টেপ ডিগবাজিও খাচ্ছেন।
সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে গিয়েছেন শো করতে। এই ভ্রমণে তাঁর পাশে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকেও। সেখানে একই মঞ্চে শো করেছেন দুজন। সেসব মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করছেন দুজনই।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, এক ছাতার নিচে দাঁড়িয়ে আছেন জায়েদ-নুসরাত। সিডনি অপেরা হাউসের তীরে এই ছবি পোস্ট করেছেন নায়িকা নিজেই। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভাই আমরা সিডনি আছি। দেখা হচ্ছে ৫ মে।’
ছবিটিতে অনেকেই মন্তব্য করছেন, জায়েদ-ফারিয়া জুটি হলে মন্দ হয় না। আগামী ১০ই মে দেশে ফেরার কথা আছে তাঁদের।