পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটারদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে প্রায় ২২ লাখ টাকাসহ আটক চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিনুজ্জামানকে ছেড়ে দিয়েছে র্যাব। তবে আটকের ১২ ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
শাহিনুজ্জামান শাহীন এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস মার্কা)। তিনি সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এদিকে শাহিনুজ্জামানকে আটকের খবরে তাঁর সমর্থকেরা সুজানগর উপজেলা সদরে জমায়েত হতে শুরু করেন। গতকাল রাত সাড়ে ১২টার পর তাঁরা সুজানগর থানা ঘেরাও বিক্ষোভ শুরু করেন। রাতভর তাঁরা সেখানে ছিলেন। শাহিনুজ্জামানকে ছেড়ে দেওয়ার পর তাঁরা থানা এলাকা ত্যাগ করেন।
মুক্তি পাওয়ার পর চেয়ারম্যান প্রার্থী মো. শাহিনুজ্জামান বলেন, ‘নির্বাচনী ব্যয় পরিশোধের জন্য টাকাগুলো আনা হচ্ছিল। এটা কোনো অসৎ কাজের জন্য ব্যবহার হচ্ছিল না। সম্পূর্ণ বৈধ টাকা। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমার বিজয় ঠেকাতে রাজনৈতিক প্রতিপক্ষ শুরু থেকেই বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই ঘটনা তারই বহিঃপ্রকাশ।’