বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ডদল ‘অড সিগনেচার’। গত ১১ই মে এক সড়ক দুর্ঘটনায় ব্যান্ডটির ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়াল নিহত হন। তার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য সঙ্গীত কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে দলটি।
ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশের কথা ছিল, তবে আর প্রকাশ হচ্ছে না সেটি। আপাতত আর নতুন কোনো শোতেও পাওয়া যাবে না অড সিগনেচারকে। পিয়ালকে হারানোর শোক সামলিয়ে অড সিগনেচার কবে ফিরবে তা এখনো জানা যায়নি।
২০১৭ সালে যাত্রা শুরু করে অড সিগনেচার ব্যান্ডদল। বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির বেশ জনপ্রিয়তা রয়েছে। এই ব্যান্ডের ‘আমার দেহখান’ গানটি অড সিগনেচার ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় গান।