আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের ‘তুফান’ সিনেমা আনকাট সেন্সর পেয়েছে। বুধবার (৫ জুন) দুপুরে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারা জানান, বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘তুফান’।
তিনদিন আগেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় এটি। মঙ্গলবার (৪ জুন) রাতে সিনেমাটিকে মৌখিক ‘নো অবজেকশন’ জানানো হয়। পরে বুধবার (৫ জুন) অফিস টাইমে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পৌঁছে দেওয়া হয় ‘তুফান’ সিনেমার পরিচালক-প্রযোজকদের কাছে।
এক সাক্ষাৎকারে সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেছেন, এ ধরনের সিনেমা আমি, শাকিব ভাই কেউ কখনও করিনি। ‘তুফান’ এর মতো সিনেমা বাংলাদেশে আগে কখনও হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম। একজন গডফাদারের গল্প।