মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার গুয়ানতানামো বে কারাগারে ৩০ হাজার অভিবাসী ধারণক্ষম একটি আটককেন্দ্র তৈরি করার নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে ব্যবস্থা নিতে বলেছেন।
গুয়ানতানামো বে কারাগারটি ২০০২ সালে চালু করা হয়, যেখানে ৯/১১ হামলার পর সন্ত্রাসী সন্দেহে বিভিন্ন দেশের বন্দিদের আটক রাখা হয়েছিল। এক সময় সেখানে প্রায় ৮০০ মুসলিম বন্দি থাকলেও বর্তমানে এ সংখ্যা মাত্র ১৫ জন।
ট্রাম্পের এই সিদ্ধান্ত তার পূর্বসূরি বারাক ওবামা ও জো বাইডেনের নীতির বিপরীত। তারা গুয়ানতানামো কারাগার বন্ধ করতে চেয়েছিলেন, যদিও বাস্তবে তা সম্ভব হয়নি। কিন্তু ট্রাম্প এটিকে চালু রাখার পাশাপাশি এখন অভিবাসী আটককেন্দ্র হিসেবেও ব্যবহারের পরিকল্পনা করছেন।
হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, “গুয়ানতানামোতে ৩০ হাজার ধারণক্ষম একটি অভিবাসী আটককেন্দ্র প্রস্তুত করতে নির্দেশ দিচ্ছি। এটি আমেরিকান জনগণের জন্য হুমকি হয়ে ওঠা অপরাধী অবৈধ অভিবাসীদের আটক রাখার জন্য ব্যবহার করা হবে।”
ট্রাম্প প্রশাসনের বর্ডার জার, টম হোমান, জানান যে বিদ্যমান আটককেন্দ্রগুলোর সম্প্রসারণ করা হবে এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) এই কেন্দ্রগুলো পরিচালনা করবে।
আরইউএস