এবার অস্ট্রেলিয়ায় শো করতে গিয়ে মঞ্চে দর্শকের অনুরোধে ডিগবাজি দিলেন জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক প্রতিষ্ঠানের আমন্ত্রণে সেখানে স্টেজ শো করতে গিয়েছেন ঢাকাই ছবির এই নায়ক। অনুষ্ঠানটি হয় অস্ট্রেলিয়ার মেলবোর্নের টাউন হলে। অনুষ্ঠানে ছিলেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াও।
এই অনুষ্ঠানে বিভিন্ন সিনেমার গানের কোলাজের সঙ্গে নাচেন জায়েদ খান ও নুসরাত ফারিয়া। এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী প্রতীক হাসান ও আতিয়া আনিসা। এবং অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই জায়েদ খানকে ডিগবাজি দেওয়ার জন্য দর্শকেরা চিৎকার করে অনুরোধ করেন।
এ ব্যাপারে জায়েদ খান জানান, “দর্শকের অনুরোধে স্টেজে একবার ডিগবাজি দিয়েছেন তিনি। বেশির ভাগ দর্শকই দেখলাম আমার জন্য ক্রেজি। ডিগবাজি না দিয়ে কোনো উপায় ছিল না।”
আগামী ৫ই মে সিডনিতে শো করবেন জায়েদ খান, নুসরাত ফারিয়া ও বাকিরা। এবং ১০ই মে দেশে ফেরার কথা আছে তাঁদের।