মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতে আওয়ামীপন্থিরা জয়ী হয়েছেন। তবে সভাপতি পদে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত এমদাদুল হক খান আওয়ামীপন্থিদের সমর্থন নিয়ে ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট। এবারের নির্বাচনে আওয়ামীপন্থি কোনো আইনজীবী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টায় আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার পেয়েছেন ৪৯ ভোট। সিনিয়র সহসভাপতি পদে আনোয়ার হোসেন আরমিন ও জালালুর রহমান সমান ১৩০টি করে ভোট পাওয়ায় এই পদের ফলাফল এখনো চূড়ান্ত হয়নি। সহসভাপতি পদে মাহবুব হাসান সরোজ ১৮৮ ভোটে জয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বী কানাই লাল দাস পেয়েছেন ৫৫ ভোট।
অন্যান্য বিজয়ীদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে শাকিলা পারভীন (১৮৭ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মো. মশিউর রহমান পারভেজ (১৪১ ভোট), কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক (১৬২ ভোট), লাইব্রেরি সম্পাদক পদে মুনির হাসান মিঠু (১৬২ ভোট) এবং মুহুরি সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল (১৪৫ ভোট) জয় পেয়েছেন। আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন জানিয়েছেন, ৩০০ ভোটারের মধ্যে ২৯৩ জন ভোট দিয়েছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে কোনো অভিযোগ ওঠেনি।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ জানান, নির্বাচনে ১৪টি পদে আওয়ামী লীগপন্থিরা জয়ী হয়েছেন, তবে সভাপতি পদে কোনো আওয়ামী লীগ নেতা প্রতিদ্বন্দ্বিতা করেননি। তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নির্বাচনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।