মোহাম্মদ নিলয় ক্রীড়া প্রতিবেদকঃ
আইপিএলে আবার দল পেয়েছে মুস্তাফিজ, কিন্তু খেলতে পারবে কি না সেটা নিয়েই এখন বড় প্রশ্ন। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে ৯ দিন বন্ধ থাকার পর ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। এর মধ্যেই খবর এলো দিল্লি ক্যাপিটালস দল ভেড়িয়েছে টাইগারদের কাটার মাস্টারকে। অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাগার্কের জায়গায় মুস্তাফিজকে নিয়েছে তারা, সেটা আবার রেকর্ড ৬ কোটি রুপিতে! টাকাটা হিসেব করলে বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৮ কোটি ৫৪ লাখ টাকারও বেশি।
কিন্তু সমস্যা হলো, মুস্তাফিজ এখন জাতীয় দলের সঙ্গে আমিরাতে, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছেন। ১৬ সদস্যের স্কোয়াডে তিনি আছেন, তার মানে দিল্লির খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে চাইলে আইপিএলে যেতে পারেন মুস্তাফিজ তার জন্য রয়েছে সহজ সমাধানও।
১৭ ও ১৯ মে বাংলাদেশ খেলবে আমিরাতে বিপক্ষে, এই সিরিজ চলাকালেই দিল্লি খেলবে তাদের পরবর্তী তিনটি ম্যাচ—১৮ মে গুজরাট টাইটান্স, ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। প্লে-অফে ওঠার সম্ভাবনাও আছে দলটির, তাই মুস্তাফিজকে এখনই দলে পেতে আগ্রহী তারা।
তবে এখনো বিসিবির কাছ থেকে কেউ এনওসি চায়নি—না মুস্তাফিজ, না দিল্লি ক্যাপিটালস। বিসিবির সিইও নিজাম উদ্দিন বলেও দিয়েছেন, ‘কেউ কিছু চায়নি, আমরা জানি মুস্তাফিজ জাতীয় দলের হয়ে খেলতে গেছে।’ দিল্লি যদিও সোশ্যাল মিডিয়ায় তাকে দলে নেওয়ার কথা জানিয়ে দিয়েছে, তাও বিসিবির সঙ্গে কোনো যোগাযোগ না করেই! তাহলে কীভাবে তারা এত নিশ্চিত? সেটা নিয়েই এখন আলোচনা তুঙ্গে। অথচ ড্রাফটে নাম থাকলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি—সাকিব, লিটন, হৃদয়, রিশাদ, সবাই ছিলেন অবিক্রীত।
আইপিএলে মুস্তাফিজের ভাগ্যে এখন পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উপরেই। কারণ মুস্তাফিজকে আইপিএলে পাঠালে উপকার হবে দেশের ক্রিকেটে। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই কাটার মাস্টার। বল হাতে সবশেষ ঝলক কবে দেখিয়েছেন তাও মনে করতে দীর্ঘ সময় লেগে যাবে সমর্থকদের। যদি আইপিএলে নিজের পুরনো ছন্দ খুঁজে পান তবে সেটি কাজে লাগবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে। হাইপ্রোফাইল কোচের সানিধ্যে মুস্তাফিজ ফিরে পেতেন পারেন পুরনো ছন্দ। তবে এর সব কিছুই হবে যদি দিল্লী ক্যাপিটালস থেকে যোগাযোগ করা হয় বিসিবির সঙ্গে কিংবা ফিজ নিজ থেকেই এনওসির বিষয়ে কথা বলতে হবে বোর্ডের সাথে। কারণ আমিরাতের সঙ্গে ফিজকে
এর আগেও ২০২২ সালে দিল্লির হয়ে খেলেছে মুস্তাফিজ, ৮ ম্যাচে ৮ উইকেটও নিয়েছিল। তাই এই সুযোগটা তার চেনা, কিন্তু এবার জাতীয় দল বনাম আইপিএল—এই টানাপোড়েনে শেষমেশ কী হবে সেটা এখন সময়ই বলবে।