সোমবার (২২ এপ্রিল) জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের মোহাম্মদ নবীকে আউট করে আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রাজস্থান রয়্যালসের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।
জয়পুরে টস জিতে প্রথমে ব্যাটিংএ নেমে তিলক বর্মার ৬৫ এবং নেহাল ওয়াধেরার ৪৯ রানের উপর ভর করে ১৭৯ রানের চ্যালেঞ্জিং দেখা পায় মুম্বাই।
তবে শুরুটা ভালোই করেছিলো রাজস্থান। ২০ রানের মধ্যে মুম্বাইয়ের ৩ উইকেট তুলে নেয় তারা। এরপর দলের হাল ধরেন তিলক বর্মা ও নেহাল ওয়াধেরা। দুই গড়েন ৯৯ রানের জুটি। তবে তার আগে নবীকে নিজের বলে নিজেই ক্যাচ ধরে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ভারতের এই লেগস্পিনার।