জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু বাংলাদেশে হয়েছে এবং তার ‘জানাজা’ অনুষ্ঠিত হয়েছে ভারতের দিল্লিতে। শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে বক্তব্য রাখেন তিনি।
হাসনাত বলেন, যারা একসময় হেফাজত কর্মীদের রাস্তায় টেনে নামিয়েছিল, সেই আওয়ামী লীগের আর রাজনৈতিকভাবে পুনর্জন্ম সম্ভব নয়। অথচ এখনও কিছু রাজনীতিক আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে পরিচিত করাতে চাচ্ছেন, যা তার মতে ‘অসত্য ও অযৌক্তিক’।
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তা দলের নিজস্ব বিষয়। কিন্তু ড. ইউনূস, আপনি ভুলে যাবেন না—আমরাই আপনাকে ক্ষমতায় এনেছিলাম। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমাদের।”
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন এবং ৩০ হাজার জাসদ কর্মী হত্যার দায় তার ওপর রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করে হাসনাত বলেন, “তরুণ প্রজন্মের শক্তি নিয়ে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
তিনি নারী কমিশনের তথাকথিত ইসলামবিরোধী ধারাগুলো বাতিলের আহ্বান জানান এবং ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলে ধরেন। শহীদ পরিবারের সদস্যদের প্রকাশ্যে আসারও আহ্বান জানান তিনি।