জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে সরকারি পাঠ্যবই ২০ টাকা কেজি দরে বিক্রির ঘটনা ঘটেছে। স্থানীয়দের তৎপরতায় বিষয়টি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ মে) দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন যুবক বই বোঝাই একটি ভ্যান থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি সামনে আসে। ভ্যানে বোঝাই ছিল প্রায় চার মন ওজনের পুরাতন সরকারি পাঠ্যবই, যা শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নেওয়া হয়েছিল। এসব বই বিক্রি করা হয় স্থানীয় বই ব্যবসায়ী জালাল হোসেনের কাছে।
জানা গেছে, ওই দিন বেলা ১১টার দিকে বিদ্যালয় চলাকালীন সময়েই প্রধান শিক্ষক শওকত আনোয়ার বই বিক্রির উদ্দেশে ব্যবসায়ী জালাল হোসেনকে বিদ্যালয়ে ডেকে নেন। সেখানে প্রতি কেজি ২০ টাকা দরে বই বিক্রির চুক্তি হয় এবং সেই মোতাবেক চার মন বই বিক্রি করা হয়। পরবর্তীতে বইগুলো ভ্যানে করে সরিয়ে নেওয়ার সময় স্থানীয় যুবকেরা সরকারি বই দেখে সন্দেহ প্রকাশ করেন এবং ভ্যানটি আটকে দেন।
ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক শওকত আনোয়ার বই বিক্রির সত্যতা স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে, বিষয়টি নিয়ম অনুযায়ী হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের নিকট থেকে বই ফেরত নেওয়া বা বিক্রয়ের কোনো বিধান নেই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউকে না জানিয়ে নিয়ম বহির্ভূতভাবে সরকারি বই বিক্রি করেছেন। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।