সদ্য বিদায়ী আগস্ট মাসে ২২২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। এ রেমিট্যান্স গত বছরের আগস্ট মাসের চেয়ে ৩৯ শতাংশ বেশি।
রবিবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগের মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম। তবে, অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
আরএ//