সারা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ সহনশীল পর্যায়ে আসায় আগামী ১২ মে থেকে সশরীরে ক্লাস-পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নিয়েছে যবিপ্রবি কতৃপক্ষ । যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনের অনুমোদনক্রমে, রেজিস্ট্রার মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১২ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পূর্বের ন্যায় (সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০) ঘটিকা পর্যন্ত চলবে।
উল্লেখ্য যে এর আগে গত ০৪ মে থেকে সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয় যবিপ্রবি কর্তৃপক্ষ।
এ বিষয়ে পরিবহন দপ্তরে যোগাযোগ করে জানা যায় যে যবিপ্রবির বাস সিডিউল পূর্বের নিয়মানুযায়ী চলাচল করবে ।
ইমদাদুল
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়