সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়ার দাবিতে ৪২ ঘণ্টা ধরে অনশন কর্মসূচি চালিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিনভর সড়ক অবরোধ করে আন্দোলন চালানোর পর আজ শুক্রবার ভোর ৪টা থেকে তারা সড়ক ছেড়ে দিলেও কলেজের মূল ফটকের সামনে অবস্থান করছেন। তাদের আজকের পরিকল্পনা অনুযায়ী, তারা সেখানেই জুমার নামাজ আদায় করবেন।
শিক্ষার্থীদের সংগঠন ‘তিতুমীর ঐক্য’ থেকে এই তথ্য জানানো হয়েছে। আন্দোলনকারীরা জানান, তাদের অনশন শুরুর ২৪ ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করতে আসেন এবং আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা এ আশ্বাসকে বিশ্বাস করতে নারাজ, তারা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
তারা আরও জানান, রাতের বেলা সড়ক অবরোধ ছেড়ে দেওয়া হয়েছে, কারণ কাঁচামালবাহী গাড়ি এবং সবজি পরিবহন চলাচল যাতে ব্যাহত না হয়। তবে তারা ভবিষ্যতে ফের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।
অনশনরত অবস্থায় সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যে রানা আহমেদ ও আমিনুল ইসলাম এখনও চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যার মধ্যে সরকারি তিতুমীর কলেজও রয়েছে। তবে এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি পরিচালিত হচ্ছে।