স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা তাদের প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন।
দশম দিনের মতো চলমান এই কর্মসূচি মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, আজ দুপুর ২টার মধ্যে দাবি পূরণের প্রতিশ্রুতি না পেলে তারা কঠোর আন্দোলনের পথে যাবেন।
শিক্ষকরা অভিযোগ করেন, প্রাথমিক বিদ্যালয়ের মতো একই পাঠ্যবই ইবতেদায়ি মাদ্রাসায় পড়ানো হলেও তারা প্রাথমিক শিক্ষকদের সমান বেতন ও ভাতা পান না। এ বৈষম্যের অবসানের লক্ষ্যে তারা জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা গত ১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে গত রোববার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেন তারা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগে পৌঁছালে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শিক্ষকরা বলেছেন, দাবির প্রতি সরকারের ইতিবাচক সাড়া না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।