বিগত কয়েকদিন ধরে তামিম ইকবালের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা নিয়ে জল্পনা চলছিল। নির্বাচক কমিটি তাকে টুর্নামেন্টে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছিল। তবে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
তামিম তার পোস্টের শুরুতে লেখেন, ‘অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় এখানেই শেষ।’
তিনি আরও উল্লেখ করেন, ‘বেশ কিছুদিন ধরেই এ সিদ্ধান্ত নিয়ে ভাবছিলাম। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর, আমি চাই না আমার কারণে কোনো আলোচনা হোক বা দলের মনোযোগ নষ্ট হোক। এই কারণেই অনেক আগেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। তবে এক বছর ধরে বিসিবির কোনো চুক্তিতে না থাকার পরও আমাকে নিয়ে অযথা আলোচনা হয়েছে।’
তামিম আরও বলেন, ‘অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়া একজন ক্রিকেটারের নিজস্ব অধিকার। দীর্ঘ ভাবনার পর মনে হয়েছে, সময় এসে গেছে। অধিনায়ক শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার আহ্বান জানিয়েছে। নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। তারা এখনও আমাকে উপযুক্ত মনে করেন, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমি আমার মনের কথা শুনেছি। ২০২৩ বিশ্বকাপের আগে যা ঘটেছে, তা আমার জন্য বড় ধাক্কা ছিল। ক্রিকেটীয় কারণে দলের বাইরে না থেকেও এসব পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। অনেক ভক্ত আমাকে জাতীয় দলে ফেরার অনুরোধ করেছেন। এমনকি আমার ছেলে চেয়েছে, আমাকে দেশের হয়ে খেলতে দেখতে। তাদের আশা পূরণ করতে না পারার জন্য আমি দুঃখিত।’
২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তার ক্যারিয়ারে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫,২৪৯ রান সংগ্রহ করেন তিনি। সেঞ্চুরি করেছেন ২৫টি ও হাফ সেঞ্চুরি ৯৪টি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ৩৫ বছর বয়সী তামিম এখনো বিপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। তিনি ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।