রুশাইদ আহমেদ: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজন করা হয় ‘মার্চ ফর গাজা’, যা দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোরও দৃষ্টি আকর্ষণ করেছে।
খোদ ইসরায়েলের টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় এক লাখ মানুষ জড়ো হয়ে গাজা যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে নিন্দা জানান। এ সময়, বিক্ষোভকারীদের হাতে ছিল শত শত ফিলিস্তিনি পতাকা, আর তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল—“ফ্রি, ফ্রি, প্যালেস্টাইন” “ওয়ান টু থ্রি ফোর/ জেনোসাইড নো মোর”।
টাইমস অব ইসরায়েল আরও লিখেছে:
❝বিক্ষোভকারীদের অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে প্রতীকী আঘাত হানে। তারা এসব নেতার বিরুদ্ধে ইসরায়েলের পক্ষাবলম্বনের অভিযোগ তোলেন। সমাবেশে প্রতীকী কফিন ও আহত ফিলিস্তিনিদের প্রতীকী পুতুলও প্রদর্শন করা হয়।❞
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় লক্ষাধিক মানুষের এই গণজমায়েত বিশ্বব্যাপী দৃষ্টি কেড়েছে। প্রতিবাদকারীরা ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
যুক্তরাজ্যের দৈনিক ইন্ডিপেনডেন্টও জানায়, শনিবারের এই বিক্ষোভে বিএনপি ও বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৭ কোটি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখার নীতিতে অটল এবং সরকারিভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন জানিয়ে আসছে।