বিশেষ প্রতিনিধি: ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে কয়েকজন বক্তার আপত্তিকর বক্তব্য নিয়ে দুঃখপ্রকাশ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৬ মে) এক বিবৃতিতে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজত কোনোভাবে এমন বক্তব্যকে সমর্থন করে না এবং এতে কেউ কষ্ট পেলে তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছে।
বক্তব্যে তিনি বলেন, সমাবেশে অনিচ্ছাকৃতভাবে কিছু আপত্তিকর শব্দ ব্যবহৃত হয়েছে, যা হেফাজতের অবস্থানের প্রতিফলন নয়। পাশাপাশি, প্রগতিশীল ও সেক্যুলার ঘরানার যারা আলেম সমাজকে ‘জঙ্গি’, ‘মৌলবাদী’, ‘ধর্মব্যবসায়ী’ আখ্যা দিয়ে দীর্ঘদিন ধরে বিদ্বেষ ছড়াচ্ছেন, তাদেরও এমন শব্দ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
নারী বিদ্বেষের অভিযোগ প্রত্যাখ্যান করে ইসলামাবাদী বলেন, মতাদর্শগত দ্বন্দ্বকে ‘নারীবিদ্বেষ’ হিসেবে চিত্রায়ন মূর্খতা মাত্র। নারীর অধিকার নিয়ে হেফাজতও সংস্কারের পক্ষে, তবে তা হতে হবে ধর্মীয় বিধান ও ধর্মীয় নেতৃত্বের অংশগ্রহণের মাধ্যমে।
তিনি অভিযোগ করেন, এনজিওভিত্তিক একচেটিয়া নারীবাদী গোষ্ঠী দ্বারা তৈরি নারীবিষয়ক সংস্কার কমিশনে ধর্মপ্রাণ নারীদের মতামত উপেক্ষিত হয়েছে। এ বিষয়ে সত্বর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আরও দাবি করেন, কওমি মাদরাসাগুলো নারীদের শিক্ষা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সব প্রতিষ্ঠান নারীর স্বাক্ষরতার হার বৃদ্ধিতে অবদান রাখলেও আলেমদের ভূমিকা উপেক্ষিত হচ্ছে।
ইসলামাবাদী বলেন, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে আলেমদের বিরুদ্ধে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। তবে ধর্মীয় ইস্যুতে অতিরঞ্জন হলে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবেন বলেও সতর্ক করেন ইসলামাবাদী।