সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ আপিল বিভাগের সব বিচারপতি এবং বহু আইনজীবী উপস্থিত ছিলেন, যা এজলাস কক্ষকে পূর্ণতা দেয়।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দুই নবনিযুক্ত বিচারপতির কর্মজীবন ও অবদান তুলে ধরে বক্তব্য দেন। এরপর সংবর্ধনার জবাবে বক্তব্য রাখেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
উল্লেখ্য, ২৪ মার্চ সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশে ও প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন। পরদিন, ২৫ মার্চ প্রধান বিচারপতির উপস্থিতিতে তারা শপথ গ্রহণ করেন।
বিএন