ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগবস’-এর সঞ্চালকের দায়িত্বে আবারও দেখা যাবে বলিউডের মেগাস্টার সালমান খানকে। জানা গেছে, বিগবস সিজন ১৮-তে সঞ্চালক হিসেবে ফিরছেন বলিউডের ভাইজান সালমান।
নতুন সিজনটি শুরু হবে আগামী অক্টোবর মাসে, এবং দর্শকরা ৫ অক্টোবর থেকে প্রথম পর্ব দেখতে পাবেন। এরই মধ্যে শোতে অংশগ্রহণের জন্য একাধিক তারকাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তারকার নাম চূড়ান্ত করা হয়নি।
অনেকেই আশা করছেন, বিগবস সিজন ১৮-তে প্রতিযোগী হিসেবে ইশা কোপিকর, শাইনি আহুজা, করণ প্যাটেল, সমীরা রেড্ডি, পূজা শর্মা, গুরুচরণ সিং, এবং অর্জুন বিজলানির মতো তারকারা থাকতে পারেন।
উল্লেখ্য, বিগবসের সঞ্চালক হিসেবে অনেককেই দেখা গেলেও, জনপ্রিয়তার দিক থেকে সালমান খানই সবার শীর্ষে রয়েছেন।
এমএ//