বিডিএন৭১ ডেস্ক: এএসআই আমীর আলী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াসহ ১৭ জনের নাম উল্লেখসহ অর্ধশতাধিককে আসামি করে আবু সাঈদকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) রংপুর মেট্রোপলিটনের আওতাধীন তাজহাট থানায় এ মামলা দায়ের করেন নিহতের বড়ভাই মো. রমজান আলী।
মামলার আসামিরা হলেন পুলিশের এএসআই আমীর আলী, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, মো. আল ইমরান হোসেন, উপপুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেন, বেরোবি প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল, বেরোবি ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায়, তাজহাট থানার ওসি রবিউল ইসলাম, বেরোবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. শামীম মাহফুজ, সাবেক পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, সাবেক পুলিশ মহাপরিদর্শক মো. আব্দুল বাতেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ আরও অজ্ঞাত ৩০/৩৫ জন।
আরএস/আরএ