যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে দ্বিতীয় দফায় ১১৯ জন ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে রোববার (১৬ ফেব্রুয়ারি) জানানো হয়েছে, শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হয় শতাধিক অবৈধ ভারতীয়কে। ট্রাম্প প্রশাসনের সময় এটি দ্বিতীয়বারের মতো অবৈধ ভারতীয়দের বহনকারী মার্কিন বিমান ভারতে অবতরণ করল।
প্রতিবেদনে বলা হয়, এই ফেরতের প্রক্রিয়া মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর শুরু হয়। শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে পৌঁছায় ওই বিমানটি।
অবৈধ অভিবাসীদের ফেরানোর আগে অমৃতসর বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী মান জানান, ফেরত আসা ভারতীয়দের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, “আমাদের দেশের মানুষ ফিরছেন, তারা যেন কোনো কষ্ট না পান।”
দ্বিতীয় দফায় ফেরত পাঠানো ১১৯ জনের মধ্যে:
– ৬৭ জন পাঞ্জাবের
– ৩৩ জন হরিয়ানার
– ৮ জন গুজরাটের
– ৩ জন উত্তরপ্রদেশের
– ২ জন করে গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের
– ১ জন করে হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মিরের
এছাড়া, চলতি সপ্তাহে তৃতীয় দফায় আরও একদল ভারতীয়কে বহনকারী মার্কিন বিমান ভারতে আসবে বলে জানা গেছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ ও অভিবাসীদের রাজ্যভিত্তিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর সময় তাদের হাতে হাতকড়া ও শিকল পরানো হয়েছিল, যা ভারতে বিতর্কের সৃষ্টি করে। তবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী অবৈধ অভিবাসীদের এভাবেই ফেরত পাঠানো হয়।
ট্রাম্প প্রশাসনের ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হয়েছে। শুধু ভারত নয়, অন্যান্য দেশের অবৈধ অভিবাসীদেরও ফেরত পাঠানো হচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৮ লাখ ভারতীয় অভিবাসী রয়েছেন, যার মধ্যে ২০ হাজার অবৈধ অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। আসন্ন কয়েক দিনের মধ্যে আরও ৮০০ জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে মার্কিন প্রশাসনের।