বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেফার। তিনি ইংরেজি গানের মাধ্যমে শুরু করেন নিজের ক্যারিয়ার। মাঝে মধ্যে বাংলা গানও গেয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে জেফারের ‘স্পাইসি’ শিরোনামের একটি গান। নিজেই পারফর্ম করেছেন এর মিউজিক ভিডিওতে।
গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদীর। এছাড়া ফুয়াদের গাওয়া ‘সোনা বন্ধু’ শীর্ষক বাংলা গানের একটি অংশও রয়েছে এতে।
তবে গানটি নিয়ে ট্রলের শিকার হচ্ছেন জেফার। গানের চুম্বক অংশ ‘সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়া কাইট্টালা’ লাইনটিতে ‘ভোতা’ শব্দটিকে অশ্লীল ইঙ্গিত করে মজা করছেন নেট-নাগরিকরা। যদিও শব্দটির ঠিকঠাক উচ্চারণ করেছেন এ গায়িকা।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে জেফারের অভিনীত প্রথম ওয়েব সিনেমা ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। তবে অভিনয়ে নিয়মিত হতে চান না তিনি।