ইংল্যান্ডের পরাজয়ে বাংলাদেশ পেল আরও ৩ কোটি টাকা
চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শেষ করে আজ (১ মার্চ) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আসরে কোনো ম্যাচে জয় না পেলেও বৃষ্টির কারণে ১ পয়েন্ট অর্জন করেছিল টাইগাররা। এই ১ পয়েন্টের সুবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর্থিকভাবে লাভবান হয়েছে।
আইসিসির নির্ধারিত প্রাইজমানি অনুযায়ী, প্রতিটি অংশগ্রহণকারী দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১.৫ কোটি টাকা)। এছাড়া, ৭ম ও ৮ম স্থান অধিকারী দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১.৬৮ কোটি টাকা) করে। কোনো ম্যাচ না জেতায় বাংলাদেশ শুরুর দিকে এ তালিকায় থাকার সম্ভাবনা ছিল। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ও দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ডের পরাজয়ে বাংলাদেশের অবস্থান উন্নীত হয়।
গ্রুপপর্বে কোনো জয় না পেলেও নেট রান রেটে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে ছিল। অন্যদিকে, ইংল্যান্ড কোনো ম্যাচ না জেতায় তারা সর্বশেষ স্থান অধিকার করে। এতে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল ষষ্ঠ স্থান অর্জন করে।
ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করায় বাংলাদেশ দল ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪.২ কোটি টাকা) পুরস্কার পাবে। এছাড়া, অংশগ্রহণ বাবদ আরও ১.৫ কোটি টাকা যোগ হলে মোট অর্থ দাঁড়াবে প্রায় ৫.৭ কোটি টাকা। যা ৭ম বা ৮ম স্থানে থাকার তুলনায় প্রায় ৩ কোটি টাকা বেশি।
তবে অর্থনৈতিকভাবে লাভবান হলেও মাঠের পারফরম্যান্স হতাশাজনক ছিল। বড় প্রত্যাশা নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও কোনো ম্যাচেই উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ।