ইউক্রেনের হাতে আটক উত্তর কোরিয়ার সৈন্য
ইউক্রেন বাহিনী রাশিয়ার পক্ষে যুদ্ধরত এক আহত উত্তর কোরিয়ার সৈন্যকে আটক করেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এ তথ্য প্রকাশ করে। খবরটি জানিয়েছে বিবিসি।
জানা গেছে, পিয়ংইয়ং ডিসেম্বর মাস থেকে তাদের সৈন্যদের রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠাচ্ছে। এই প্রথমবার ইউক্রেন দাবি করেছে যে তারা উত্তর কোরিয়ার একজন সৈন্যকে আটক করেছে।
ইউক্রেনের হাতে আটক উত্তর কোরিয়ার সৈন্য আরো পড়ুন
এক আহত সৈন্যের ছবি টেলিগ্রামে প্রকাশিত হওয়ার পর তার পরিচয় নিশ্চিত হয়। কিয়েভ ও সিউলের দাবি, উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়াতে ১০ হাজার সৈন্য পাঠিয়েছে। তবে মস্কো এবং পিয়ংইয়ং এই অভিযোগ অস্বীকার করেছে।
গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি জানান, কুরস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রে প্রায় ৩ হাজার উত্তর কোরিয়ার সৈন্য নিহত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে মস্কো ও পিয়ংইয়ং একত্রিত হয়ে কোরীয় উপদ্বীপে অস্থিরতা বৃদ্ধি করছে।
এই পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আরো খবর পড়ুন ।