টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে তাবলীগ জামাতের দুই পক্ষ—যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে কিশোরগঞ্জের বাচ্চু মিয়া (৭০) এবং ঢাকার বেলাল (৬০) নিহত হয়েছেন। আরেকজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।
আহতদের মধ্যে আ. রউফ, মজিবুর রহমান, আ. হান্নান, জহুরুল ইসলাম, আরিফ, ফয়সালসহ প্রায় ৫০ জনের নাম পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, সাদপন্থিরা তুরাগ নদীর পাশ দিয়ে ইজতেমা মাঠে প্রবেশের চেষ্টা করলে যোবায়েরপন্থিরা তাদের বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে চলে পাল্টাপাল্টি হামলা। পরিস্থিতি জটিল হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।