ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস। বৃহস্পতিবার (০৭ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে বাজানো হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি।
এদিন সকাল ১০টায় বর্ণাঢ্য একটি র্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র্যালিটি প্রশাসন ভবন থেকে শুরু হয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, দায়িত্বরত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, টিএসসি পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রক্টরবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
র্যালি শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর পর্যায়ক্রমে বঙ্গবন্ধু পরিষদ, শাখা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় থানা পুষ্পস্তবক অর্পণ করে।
তামিম আশরাফ
ইসলামী বিশ্ববিদ্যালয়,