ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সংসদ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নুর আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দেলোয়ার হোসেন, উদয় দেবনাথ, কোষাধ্যক্ষ আহমাদ গালিব, দপ্তর সম্পাদক মনির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহ সদস্য মোখলেসুর রহমান সুইট, বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের সভাপতি দিদারুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন,“রমজান মাস সবরের মাস। রমজান গরীবদের প্রতি সহানুভূতি শিখায়। আমরা সেই বিবেচনা আমাদের জায়গা থেকে যারা গরীব দুঃখী আছে তাদের সহযোগিতার চেষ্টা করবো। এবং আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।”
তামিম আশরাফ
ইসলামী বিশ্ববিদ্যালয়