‘সংবর্ত-৩৬’ পেইজ থেকে এক লাইভে তাকবির শব্দে আপত্তি জানালে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের( ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলে একটি পরিচয়ে পড়াশুনা করে করবে আর তা হলেো আমরা সবাই মানুষ। স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এদেশে আওয়ামী ফ্যাসিবাদীর দোসররা রয়ে গেছে। ধর্মীয় অনুভূতিকে আঘাত করে তারা দেশকে সাম্প্রদায়িক করতে চাচ্ছে। মুসলমান বেঁচে থাকতে এদেশকে তা আমরা হতে দিবো না। আমরা হিন্দুদের পূজায় পাহারা দিবো, খ্রিস্টানদের গীর্জায় পাহারা দিবো, বৌদ্ধদের তীর্থে পাহারা দিবো। সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়বো।
প্রসঙ্গত, বুধবার দিবাগত রাতে ‘সংবর্ত-৩৬’ নামক ফেইসবুক পেইজের এক লাইভে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাত মীম। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর ক্যাম্পাসের প্রধান ফটকে তাকবির স্লোগান দেওয়া নিয়ে আপত্তি জানান। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।
তামিম/এমএ//