ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থ ও হিসাব, পরিবহন, আই আই ই আর এবং ছাত্র উপদেষ্টা পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ এ তথ্য জানা যায়।
অফিস সূত্রে জানানো হয়, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে একই বিভাগের উপ-পরিচালক আনার পাশা, পরিবহন প্রশাসক হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম কে আগামী ১ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে এবং আই আই.ই.আর এর পরিচালক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানকে আগামী ০৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
অফিস সূত্রে জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর উক্ত পদের প্রশাসকদের পদত্যাগ পদ গৃহীত হলে তদস্থলে নতুন এ চার প্রশাসক কে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নতুন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, আমাকে এই দায়িত্ব দেয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এ সেক্টর থেকে সকল প্রকার অনিয়ম দুর্নীতি দূর করতে সচেষ্ট থাকবো।