ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন। আগামী দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এ নিয়োগ দেন।
রবিবার (৩০ জুন) রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, বর্তমান ডিন অধ্যাপক সাইফুল ইসলামের মেয়াদ ৩০শে জুন, ২০২৪ এ শেষ হওয়ায় আগামী পহেলা জুলাই, ২০২৪ থেকে উক্ত পদে অধ্যাপক ড. শেলীনা নাসরীন দায়িত্বপালন করবেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে এ নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
সদ্য নির্বাচিত ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরীন বলেন, এ অনুষদ আমার খুবই পরিচিত। ছাত্র জীবন থেকে দীর্ঘ ৩৪ বছর ধরে এর সাথে পথ চলা। এই অনুষদের উন্নয়ন আমার ব্যক্তিগত উন্নয়ন মনে হয়। তাই স্বাভাবিকভাবেই এর উন্নয়নে আমি চেষ্টা করবো। তাছাড়া এ অনুষদে অনেক অভিজ্ঞ শিক্ষা রয়েছেন এবং যার সাথে যুক্ত হয়েছে একঝাঁক নবীন শিক্ষা। সকলের সমন্বয়ে আমি অনুষদের উন্নয়নে কাজ করবো।