ইরানের কর্তৃপক্ষ দেশটিতে হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে-এর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছে। দেশটিতে ইন্টারনেট নিয়ন্ত্রণ শিথিল করার প্রথম পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা। আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে একটি বৈঠকে এই বিষয়ে ইতিবাচক মতামতে পৌঁছায় কর্তৃপক্ষ। ইন্টারনেটের ওপর দীর্ঘদিন ধরে থাকা বিধিনিষেধ দূর করার প্রতিশ্রুতি দিয়ে গত জুলাইয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন পেজেশকিয়ান।
ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমি জানান, ইন্টারনেট ব্যবহারের সীমাবদ্ধতা তুলে নেয়ার প্রক্রিয়ার এটি প্রথম ধাপ। তবে সিদ্ধান্তটি কার্যকর হতে ঠিক কতোদিন লাগবে, তা এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ইরানে ফেসবুক, টুইটার (বর্তমান এক্স) এবং ইউটিউব নিষিদ্ধ। তবে ২০২২ সালে সরকারবিরোধী বিক্ষোভের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রবণতা বাড়ে। অনেক নাগরিক ভিপিএনসহ বিভিন্ন পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহার করেছেন।
২০২২ সালে মাসা আমিনি নামে এক কুর্দি তরুণীর মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভ শুরু হলে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আরএস