বিশেষ প্রতিনিধি: দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনকে বসানোর দাবিতে আজ শনিবার (১৭ মে) বেলা ১১টায় সচিবালয় অভিমুখে মিছিল করে হাজারো মানুষ। পরে ব্যারিকেডে আটকে গিয়ে তাঁরা আবার নগর ভবনের সামনে ফিরে এসে অবস্থান নেন।
সকাল ৯টা থেকেই নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। সেখানে ইশরাক সমর্থকরা ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘দুর্নীতিবাজ প্রশাসনের পতন চাই’—এমন নানা স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড।
নগর ভবন থেকে গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার ঘুরে সচিবালয় অভিমুখে মিছিল যায়। তবে প্রেসক্লাব ও শিক্ষা ভবন সংলগ্ন এলাকাসহ সচিবালয়ের সব প্রবেশপথে ব্যারিকেড ও পুলিশি নিরাপত্তা থাকায় মিছিল এগোতে পারেনি। আন্দোলনকারীরা কোনো ধরনের ব্যারিকেড ভাঙার চেষ্টা না করে শান্তিপূর্ণভাবে পুনরায় নগর ভবনে ফিরে আসেন।
একজন বিক্ষোভকারী বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি।”
বেলা ২টা পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ দিকে, এই অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ডিএসসিসির সাধারণ কর্মচারীরাও। তাঁরা সকাল থেকেই নগর ভবনের প্রতিটি গেটে তালা ঝুলিয়ে মঞ্চ বানিয়ে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এতে সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এর আগে, বৃহস্পতিবারের অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখে মিছিলের ঘোষণা আসে। সেদিনও নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন চলে। আজকের কর্মসূচিতেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ী ও সচেতন নাগরিকেরা যোগ দিয়েছেন।
এই বিক্ষোভকে ঘিরে নগর ভবন ও সচিবালয় এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও প্রশাসন রয়েছে সতর্ক অবস্থানে।