ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাটিকে লক্ষ্য করে দেড় শতাধিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এর প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে এই সংবাদটি। হিজবুল্লাহর মতে, ইসরাইলের ১৮৮তম আর্মার্ড ব্রিগেডের সদর দফতর নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা।
ফিলিস্তিনি জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের সমর্থনের পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক বাহিনীর সবশেষ হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য এ আক্রমণ চালিয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।