গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় নামাজরত অবস্থায় হামাসের রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন। এ সময়, প্রাণ হারান তাঁর স্ত্রীও।
রবিবার (২৩ মার্চ) শহরটির আশ্রয়কেন্দ্রে নামাজরত অবস্থায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তাদের তাঁবুতে আঘাত হানলে প্রাণ হারান তাঁরা।
হামাস এক বিবৃতিতে বারদাউইলের হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং বলেছে, তাদের রক্ত স্বাধীনতা সংগ্রামকে আরও দৃঢ় করবে। হামাস নেতাদের গণমাধ্যম উপদেষ্টা তাহের আল-নোনো ফেসবুকে এক পোস্টে বারদাউইলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।
গাজায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতির পর মঙ্গলবার থেকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে, যা এখন আরও ব্যাপক আকার ধারণ করেছে। গাজার বিভিন্ন অংশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, এবং ইসরায়েলি বিমান হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে:
❝মঙ্গলবার ইসরায়েলের হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। নিহতদের মধ্যে হামাস পরিচালিত গাজার সরকার প্রধান এসাম আদালিস এবং অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান মাহমুদ আবু ওয়াতফাও রয়েছেন।❞
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ফলে উপকূলীয় এ ভূখণ্ডের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।