ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে বহিরাগতদের হামলায় পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, জামানতবিহীন ও ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন ব্যাংকটির কর্মকর্তারা। সে সময় এস আলম গ্রুপের কিছু কর্মকর্তা শতাধিক বহিরাগতকে নিয়ে ব্যাংকে প্রবেশের চেষ্টা করলে কর্মকর্তারা বাধা দেন।
এ সময় বহিরাগতরা গুলি চালালে ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ আরও দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন।
রুশু//