রাজধানীর সরকারি তিতুমীর কলেজে কর্মরত ৪র্থ শ্রেনীর কর্মচারীদের উপহারসামগ্রী দিয়েছে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি।
সোমবার (৮ই এপ্রিল) তোলপাড় ক্যান্টিনের সামনে কর্মচারীর মাঝে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় ও সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে উপহারসামগ্রী দেওয়া হয়।
ঈদ উপলক্ষে মানবিক এই উদ্যোগ নিয়ে উপাধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন বলেন, খুবই ভালো উদ্যোগ। সাংবাদিক সমিতির এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
কর্মচারীরা বলেন, বাজারে অধিকাংশ জিনিসপত্রের দাম নাগালের বাইরে। এই সময় আমারা উপহার সামগ্রী পেয়ে অনেক খুশি। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকুক।
উপহারসামগ্রী স্পন্সর করেন ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের (এনবিইআর) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
মো: শফিক খান
সরকারি তিতুমীর কলেজ