দেখতে দেখতে চলে এলো ঈদুল আজহা। চলতি বছরের ঈদুল আজহার আগে চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (১৩ জুন)। এরপর ছুটি কাটিয়ে আগামী বুধবার (১৯ জুন) ঈদের পর অফিস করবেন সকলেই। এবার টানা পাঁচ দিনের ছুটি মিলবে চাকরিজীবীদের। এর মধ্যে থাকবে দুই দিন সাপ্তাহিক ছুটি আর তিন দিন থাকবে ঈদের ছুটি।
আগামী ১৭ই জুন (সোমবার) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ১৬ই জুন থেকে ১৮ই জুন পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সকল কর্মকর্তা-কর্মচারীদের।