কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বুধবার (১৫ মে) বেলা ১২টা থেকে একটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘ এটা আমাদের চলমান কর্মসূচি। উপাচার্য পদত্যাগ না করলে এটা চলমান থাকবে। তিনি যে নোংরা কাজে নিজেকে জড়িত করেছেন বিশ্ববিদ্যালয় পরিবার তাকে আর গ্রহণ করবে না। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ঠিক করার জন্য সরকার একটা ভালো উদ্যোগ নিবে আমরা সেটা প্রত্যাশা করি।’
উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত সোমবার (৬ মে) থেকে অবস্থান কর্মসূচি পালন করছে কুবি শিক্ষক সমিতি।
রকি উল হাসান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়