টিজারেই আভাস মিলেছিল, কমার্শিয়াল সিনেমার জনপ্রিয় গান হতে যাচ্ছে এটি। হলোও তাই। মঙ্গলবার (২৮ মে) বিকালে যখন পুরো গানটি প্রকাশ করা হলো, তাতে দর্শকের প্রতিক্রিয়া অন্তত এমনই দেখা যাচ্ছে। বলা হচ্ছে আলোচিত সিনেমা ‘তুফান’ এর প্রথম গান ‘লাগে উরাধুরা’র কথা।
আগেই জানা গেছে, এটি গেয়েছেন জনপ্রিয় গায়ক প্রীতম হাসান। গানের দৃশ্যে প্রথমবারের মতো ড্যান্স-রসায়নে মজেছেন শাকিব খান ও কলকাতার মিমি চক্রবর্তী। তবে চমক হিসেবে হাজির হয়েছেন গায়ক প্রীতমও।
এখানেই শেষ নয়। গান যখন শেষ, তখন আরও এক চমক পাওয়া গেলো ভিডিওতে। খোদ নির্মাতা রায়হান রাফি উপস্থিত হলেন পর্দায়। পরিপাটি পোশাকে স্টেজে দাঁড়িয়ে বললেন, ‘ওকে, কাট’। অর্থাৎ নির্মাতাসুলভ নির্দেশনা দিয়ে গানটি শেষ করলেন তিনি।