সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে একটি পোস্ট দিয়েছেন সালমান মুক্তাদির। তিনি লিখেছেন, “এক পলকে ইন্টারনেট স্পিড ২০০ এমবিপিএস হয়ে গেল।”
উল্লেখ্য, সালমান মুক্তাদির শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে আসছিলেন এবং তিনি শুরু থেকে শেষ অবধি শিক্ষার্থীদের পাশে ছিলেন।