বলিউড আইটেম গানের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। হতে চেয়েছিলেন একজন অভিনেত্রী, তবে সেই স্বপ্ন পূরণ হয়নি তার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নোরা তার কঠিন সময়ের অভিজ্ঞতা গুলো শেয়ার করেছেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রথম যখন এখানে এসেছিলাম তখন এক অ্যাপার্টমেন্টে নয়জন সাইকোপ্যাথের সাথে থাকতাম যেখানে আমি অন্য দুই মেয়ের সাথে ঘরটি ভাগ করে নিতাম। সেখানে থাকাকালীন আমি ভাবতাম, ‘আমি কীসের মধ্যে পড়েছি?’ আমি এখনও সেই ট্রমার মধ্যে আছি।”
তিনি আরো বলেন, ‘হিন্দি শিখতে শুরু করেছিলাম। কিন্তু অডিশনের সময় ভয়ানক অবস্থা হতো আমার। কিছু মানুষ সামনাসামনি হাসাহাসি করতেন। বলতেন, আমি সার্কাস থেকে এসেছি।’
বিগ বস সিজন ৯-এ অংশগ্রহণ করেছিলেন নোরা। সে সময় প্রিন্স নারুলার সঙ্গে তার রোম্যান্টিক লিঙ্ক আপ আলোচিত হয়েছিল। বিগ বসের পর তাকে দেখা যায় ব্লকবাস্টার ‘বাহুবলী’ ছবির একটি নাচের দৃশ্যে। ক্যারিয়ার শুরু হয় সেই থেকে।