একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে, অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাবের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান, সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রোহান চিশতীসহ অন্যান্য কার্যনির্বাহী ও সহযোগী সদস্যরা।
সংগঠনটির সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। আজকের এই দিনে সেই বীরদের জানাই শ্রদ্ধা ও সালাম।”
সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন বলেন, “যে মহান বীরদের আত্মত্যাগে আমরা আমাদের মায়ের ভাষাকে ফিরে পেয়েছি, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সেই মহান আত্মত্যাগের ব্রত নিয়ে নতুন বাংলাদেশ গড়াই হোক অঙ্গিকার।”