ইরান একটি মাটির নিচে অবস্থিত ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করেছে, যা ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি)-এর অধীনে পরিচালিত। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে এ তথ্য।
শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-তে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করছেন। ব্রিগেডিয়ার জেনারেল হাজিজাদেহ এই সংরক্ষণাগারকে ‘সুপ্ত আগ্নেয়গিরি’ বলে উল্লেখ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত অভিযানের একটি অংশ এই ভূগর্ভস্থ ঘাঁটি থেকে কার্যকর হয়েছে।
একইদিন, ইরানের বাসিজ স্বেচ্ছাসেবী বাহিনী তেহরানে ১ লাখ ১০ হাজার সদস্যের অংশগ্রহণে একটি বড় মহড়া পরিচালনা করেছে বলে জানিয়েছে তাসনিম নিউজ।
ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রমাণ করতে চায় যে, তারা এখনো এই অঞ্চলে প্রভাবশালী অবস্থানে রয়েছে।
আরইউএস