বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪) ২৪ দফা দাবী বিশিষ্ট একটি প্রজ্ঞাপন গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানোর মাধ্যমে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেন।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী নাহিদুল ইসলাম এবং সেক্রেটারি মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম।
সভাপতি নাহিদ ইসলাম মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, “ফ্যাসিবাদ পতনে যে বিপ্লব সংগঠিত হয়েছে এর পেছনে পুরো দেশের ছাত্রজনতার অবদান রয়েছে। খুব শীঘ্রই আমরা চবি শাখা ছাত্র শিবিরের কমিটি প্রকাশ্যে আনবো, ইনশাআল্লাহ।”
