ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। শোনা যাচ্ছে, সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের একটি শো-তে আমন্ত্রণ পেয়েছেন জায়েদ খান। জানা গেছে, আগামী ২৬-২৭ মে লন্ডনে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ এবং এতে পারফর্ম করবেন জনপ্রিয় এই চিত্রনায়ক। তবে, জায়েদ খান পারফর্ম করা মানেই তাতে তার বিশেষ নাচ অথবা ডিগবাজি থাকবেই- এমনটাই মনে করছেন নেটিজেনরা।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘লন্ডনে শোয়ের প্রস্তুতি আগেই নিয়েছি। অনেক দিন আগে শোটি চূড়ান্ত করা হয়। এছাড়া মেলবোর্ন, কানাডা, অস্ট্রেলিয়ায় শো কনফার্ম করা হয়েছে। দেশে ফিরে আবার সিনেমা ও শোয়ের কাজ করব।’