চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় বেশ কিছু নির্দেশনা জারি করেছে, যার মধ্যে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনাও রয়েছে।
গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার জানান, এসএসসি পরীক্ষা ঘিরে নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
রীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের পর প্রবেশ করলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। তবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
কেন্দ্রসচিব ছাড়া কেউ মুঠোফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। অনুমোদিত ডিভাইস বহনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্নপত্র পরিবহনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো মুঠোফোন ব্যবহার করতে পারবেন না এবং কালো কাচযুক্ত গাড়ি বা অন্য কোনো সন্দেহজনক যানবাহন ব্যবহার নিষিদ্ধ থাকবে।
প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ট্যাগ অফিসার নিয়োগ করা হবে। তার উপস্থিতি ছাড়া কোনো প্রশ্নপত্র বিতরণ করা যাবে না।
পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড জানানো হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সেট কোড অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র খোলা হবে।
পরীক্ষাকেন্দ্র ও তার আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। অননুমোদিত কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
প্রশ্নফাঁস বা উত্তর সরবরাহের প্রচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বা অসদুপায় অবলম্বনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করবে।
পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের আশপাশে সব ধরনের ফটোকপি মেশিন বন্ধ থাকবে।
প্রতিটি বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপত্র দ্রুততম সময়ের মধ্যে ডাক বিভাগের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।
এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে সরকার নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে চায়।