জবি প্রতিনিধি
পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের কেউ হতাহত না হলেও বাসের অধিকাংশ পুড়ে গেছে। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানী ঢাকার বাহাদুর শাহ পার্ক সংলগ্ন কবি নজরুল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে সাভার পরিবহনের বাসটি সদরঘাটের দিকে আসছিল। কবি নজরুল কলেজের সামনে আসলে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়া মাত্রই বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়ে। মূহুর্তেই বাসটির ভিতরের সিট, লাইট, ফ্যানসহ বেশিরভাগ অংশ ভস্মীভূত হয়ে যায়।
আগুল ধরার বিষয়ে বাসচালক রাসেল মিয়া বলেন, দুপুর ১২টার দিকে আমি যাত্রী ভর্তি বাস নিয়ে কবি নজরুল কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। এমন সময় পেছন থেকে আগুন আগুন বলে চিৎকার করতে শুনি। পরে বাস থামানো মাত্রই দেখি, বাসের ভিতর আগুন জ্বলছে। সবাই দ্রুত আতঙ্কিত হয়ে নেমে পড়ে।
সাভার পরিবহনের সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, বেলা ১২টায় দিকে সাভার পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। তাই ফায়ার সার্ভিসের প্রয়োজন পড়েনি। কোন যাত্রী হতাহত হয়নি।
এ বিষয়ে সূত্রাপুর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাইনুল ইসলাম বলেন, বিষয়টা জানার সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। অপরাধীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা বিষয়টা দেখছি।
মো. জুনায়েত শেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়